২৭ আগস্ট ২০২৩, ১১:৪৯

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভা

অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা এবং রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) দুপুরে জাতির পিতার প্রতিকৃতিতে পৃষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবার দেশের জন্য অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন । এই বিষয়গুলো নতুন প্রজন্মকে জানতে হবে। একই সঙ্গে কোন ধরনের প্রতিদান ছাড়া জাতীয় চার নেতা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদেরকেও আমাদের সর্বক্ষণিক স্মরণ করে এগিয়ে যেতে হবে।’’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য এবং এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে হবে। তাদের দেখতে হবে বঙ্গবন্ধু কত বড় নেতা ছিলেন। কি কারণে তিনি ২৩ বছর সংগ্রাম করলেন, ১৪ বছর জেল খাটলেন। সব ইতিহাসে লিপিবদ্ধ আছে। সেই জায়গাগুলো অনুসন্ধাণ করতে হবে।‘’

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এ. কে. জুনায়েত আহাম্মেদ।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়ে।  
উক্ত কর্মসূচিতে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানীত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান সভাটি পরিচালনা করেন।