২৪ আগস্ট ২০২৩, ২০:২১

গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় জানালো আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

বক্তব্য রাখছেন রাইসুল কবির  © সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২২ সেমিস্টারের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এম. এইচ. খান অডিটরিয়ামে এ অনুষ্ঠান পালিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্রেইনস্টেশন-২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা রাইসুল কবির। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে রাইসুল কবির বিদায়ী শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেই সাথে আরও বলেন, তোমরা সব সময় নতুন কিছু শিখতে পিছপা হবে না।  শেখার শেষ নেই এবং কর্মক্ষেত্রে সততার সহিত দায়িত্ব পালন করবে। আশা করি এতে তোমরা ভবিষ্যৎ জীবনে সফলকাম হবে।

আরও পড়ুন: দুর্নীতি বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চায় ইউজিসি

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, এই বিশ্ববিদ্যালয় লক্ষ্য হলো দক্ষ মানব সম্পদ তৈরি করা। তোমরা এখন থেকে জাতির কল্যাণে কাজ করবে। এতে তোমাদের পরিবার, দেশ এমনকি বিশ্ব উপকৃত হবে এবং তোমাদের ভালো কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়েরও সুনাম বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, অফিস প্রধানগণ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।