১৮ আগস্ট ২০২৩, ০৮:২০

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে হতে যাচ্ছে ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি  © সংগৃহীত

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এন্ড্রাগজি প্রেক্টিকাম’ বিষয়ক ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ ওয়ার্কশপ। শনিবার (১৯ আগস্ট) এ আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এন্ড্রাগজি হলো প্রাপ্তবয়স্কদের স্ব-নির্দেশিত শিক্ষণ তত্ত্ব এবং তার প্রয়োগ, যা সাধারণত ১৮ বছর উর্ধ্বের বয়সী শিক্ষার্থীদের শিক্ষার জন্য প্রযোজ্য। উচ্চশিক্ষার জন্য যারা আরো শিখতে চান বা গবেষণা করতে চান তাদের শিক্ষার ক্ষেত্রে এ পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে। এ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষককে পরামর্শদাতা বা গাইড হিসেবে বিবেচনা করে।

‘শিক্ষা’ একটি বিকাশমুখী প্রক্রিয়া। ক্রমাগত পরিবর্তনশীল এই পৃথিবীতে শিক্ষার আঙিনা যেভাবে পরিব্যাপ্তি লাভ করেছে, তার সাথে সমন্বয় রেখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষকগণ যাতে বিভিন্ন কর্মশালা পরিকল্পনা, পরিচালনা এবং প্রচার করতে পারে, সেই ভাবনা কে মাথায় রেখেই ইডিইউ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই এমন ভিন্নমাত্রিক ওয়ার্কশপ এর আয়োজন করে আসছে।

ওয়ার্কশপটি পরিচালনা করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক এ. কাইয়ুম চৌধুরি।