১৫ আগস্ট ২০২৩, ১৬:৩১

জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে শোক দিবস পালিত

অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এ অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধ্য বাড্ডা অস্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান পালন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নিহত সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং ড. মো. মহিউদ্দীনের নেত্বত্বে দোয়া আদায় করা হয়। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নার্গিস রহমানের স্মৃতিচারণ। জানা যায়, তিনি বঙ্গবন্ধুর কন্যাসম ছিলেন। বঙ্গবন্ধু এবং তার বাবা দুজনেই বন্ধু থাকার সূত্রে তিনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন। বন্ধু হিসাবে তাদের মধ্যে এক হৃদ্যতা ছিল, ছিল পরষ্পরের প্রতি শ্রদ্ধা এবং মমতা। 

আরও পড়ুন: এবার পুনর্গঠন হচ্ছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড

শোকসভায় সমাপনি বক্তব্যে বিশ্বদ্যিালয়র উপাচার্য এবং প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জুবায়দুর রহমান বলেন ‘বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্বের কথা বলা বলে শেষ করা যাবেনা। তবে এখনকার প্রজন্মের বঙ্গবন্ধু ও বাংলাদেশের উত্থান সম্পর্কে সঠিক ধারনা থাকা দরকার; সেজন্য তাদের সঠিক ইতিহাস জানা দরকার’ 

বক্তব্য শেষে তিনি ছাত্রছাত্রীদের ক্লাসে মনোযোগী হয়ে ভালো ছাত্র, সত্যিকার দেশপ্রেমিক নাগরিক এবং পরবর্তী প্রজন্মকে একটি সঠিক ইতিহাস জানতে আহ্বান জানান।

জাতীয় শোক দিবসের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারার ড. মো. আলী স্বরচিত শোকাবহ আগস্ট নামে একটি কবিতা পাঠ করেন, ছাত্রছত্রীরা দেশাত্ববোধক সঙ্গীতের মধ্য দিয়ে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রত্যয় ব্যক্ত করে ।