শনিবার আইআইইউসি’র চতুর্থ সমাবর্তন
শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ৪র্থ সমাবর্তন। সকাল ১১টায় কুমিরাস্থ আইআইইউসি’র স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সমাবর্তনের অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন আইআইইউসির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ই্উজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
তাছাড়া বক্তব্য রাখবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন।
সমাবর্তনে এবার ২২ হাজার ৮ শত ৫৯ জনকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ৩৬ জনকে আচার্য স্বর্ণপদক এবং ২ শত ৩০ জনকে উপাচার্য স্বর্ণপদক প্রদান করা হবে।
সমাবর্তন অনুষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে ২ হাজার ৫ শত ৭৬ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণের সুযোগ পেয়েছে।