১৫ জুন ২০২৩, ২১:৫৬

রাষ্ট্রপতির সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের শুভেচ্ছা বিনিময়  © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ‍নর্থ সাউথ উপাচার্য অধ্যাপক আতিকুল।

বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে ১০০০ মধ্যেও বিশ্ববিদ্যালয় না থাকায় হতাশ রাষ্ট্রপতি

এর আগে গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।

রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা ২ মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন। গতকাল ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শেষ কার্যদিবস।