চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে স্কুল অব ল’ ক্যারিয়ার টক অনুষ্ঠিত 

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শারিফুল ইসলাম
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শারিফুল ইসলাম  © টিডিসি ফটো

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) স্কুল অব ল' সোসাইটির আয়োজনে ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জুন) বিকেল ৩টায় সিআইইউ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শারিফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউর আইন বিভাগের ডিন বেলায়েত হোসেন গালিব, চট্টগ্রাম জজ কোর্টের রিকমেন্ডেড জজ সানজানা হক, সুপ্রিম কোর্টের এডভোকেট হাসনাত কবির ফাহিম। 

কাজী শরিফুল ইসলাম বলেন, সফলতার জন্য পরিশ্রম যেমন দরকার তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী হওয়া জরুরি। আত্মবিশ্বাসী মানে এই নয় যে, তুমি নিজেকে সবসময় ট্যালেন্ট মনে করবে। নিজেকে যেদিন থেকে তুমি ট্যালেন্ট মনে করা শুরু করবে সেদিন থেকে তোমার পতন শুরু হবে।

তিনি আরও বলেন, সফল এবং সুখ এক জিনিস না। কিন্তু একে অপরের পরিপূরক। জীবনে জজ, ম্যাজিস্ট্রেট হওয়া মানেই সফল নয়। তুমি যেখানেই যাও তা ভালোবেসে করো তুমি সফল হবেই। 

সেমিনারে বক্তারা জুডিশিয়াল ও এডভোকিসির প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ