ইউজিসি চেয়ারম্যান-সদস্যদের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির ভিসির শুভেচ্ছা বিনিময়
দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। গত সোমবার (১৩ জুন) কমিশনে এক সাক্ষাতে এই শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
এসময় দ্বিতীয় মেয়াদে কমিশনের নির্বাচিত সদস্য নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
এর আগে গত ২৫ মে ইউজিসির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদের শেষের দিনেই দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান তিনি।
অন্যদিকে, চেয়ারম্যানের পর গত ৫ জুন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে পুনরায় নিয়োগ পান প্রফেসর ড. মো. আলমগীর ও প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।