স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ হতে হবে: ইউআইটিএসে অধ্যাপক তাহের

০৭ জুন ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM

© টিডিসি ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনারের রিসোর্স পারসন ও মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারস হলে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। 

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, উন্নত দেশ গড়তে কর্মদক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক উর্ধ্বমূখীতার সাথে সামঞ্জস্যতা রাখতে মানবসম্পদের কর্মদক্ষতার উন্নয়ন করতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের এমনভাবে শিক্ষা কারিকুলাম সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই উন্নত কর্মসংস্থানের দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. ইয়াহিন হোসেনের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ সাঈদ পারভেজ, মেহনাজ আখতার, জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক-সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। 

সেমিনার শেষে সেমিনারের রিসোর্স পারসন ও মূল বক্তা অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬