প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন ইস্টার্ন ইউনিভার্সিটির
স্থায়ী সনদ লাভ ও প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)। বুধবার (৩১ মে) বেলা ১১টায় সাভারের বিরুলিয়ায় ইউনিভার্সিটির সেমিনার কক্ষে এ উপলক্ষে ‘মিট দ্য চেয়ারম্যান’ শিরোনামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির দীর্ঘ পথচলার চড়াই-উৎরাই ও সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজর (বিওটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি করালে উৎকোচ দেয় ইস্টার্ন ইউনিভার্সিটি
এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের আরও দুজন সদস্য সদস্য ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও আবুল খায়ের চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।