ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এইউবি উপাচার্যের সাক্ষাৎ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুলাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। মঙ্গলবার ড. খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অফিসে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
এই সময় তিনি এইউবির বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানান দিক নিয়ে অলোচনা করেন। মানসম্মত শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এইউবি উপাচার্য। পরে তিনি ইউজিসি চেয়ারম্যানের শারীরিক খোঁজ খবর নেন।
ইউজিসি চেয়ারম্যান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষন করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
আরও পড়ুন: এআইইউবির ভর্তি আবেদন শেষ ১৫ মে, পরীক্ষা ১৮ মে
এইউবি উপাচার্য তার অস্ট্রেলিয়ার ও কানাডার অভিজ্ঞতার আলোকে ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে বাংলাদেশে গবেষণা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামীতে গবেষণা কার্যক্রমের মান উন্নয়নের পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে উপাচার্য ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সুস্থতা, দীর্ঘ আয়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।