১৬ এপ্রিল ২০২৩, ১৯:১৭

বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করল এডাস্ট

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) ও মাটির মানব অটিজম সংস্থা যৌথ উদ্যোগ্য গাজীপুরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
              
শনিবার (১৬ এপ্রিল) সকালে গাজীপুর ডুয়েট ক্যাম্পাস সংলগ্ন এক কমিউনিটি সেন্টারে ১০৮ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। 

আরও পড়ুন: দেশে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর (ভারপ্রাপ্ত) উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এম আই এস টি এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. ইঞ্জি: মোহাম্মদ আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন মাটির মানব অটিজম সংস্থার প্রতিষ্ঠাতা মো: কফিল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাটির মানব অটিজম সংস্থার সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর উপ-গ্রন্থাগারিক ড. নিখিল চন্দ্র সরকার ও গাজীপুর বিজ্ঞান কলেজ এর সভাপতিসহ অনেকে। 

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে উপস্থিত হতে পেরে বক্তব্য রাখেন এডাস্ট উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‌আমি অভিভূত, আমি আপ্লূত। এই প্রতিবন্ধী  শিশুরা সৃষ্টির বৈচিত্র। আমাদের সমাজের বসবাসরত নাগরিকদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাড়ানো।