০৮ এপ্রিল ২০২৩, ২২:০১

‘আত্মশুদ্ধি ছাড়া মুমিনের কোন আমলই গ্রহণযোগ্য নয়’

  © টিডিসি ফটো

ইসলাম আত্মশুদ্ধি অর্জনের ব্যাপারে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে। আত্মশুদ্ধি ছাড়া মুমিনের কোন আমলই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ আমিনুল হক। 

শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আত্মশুদ্ধি অর্জনে সিয়াম: সমকালীন প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

ডঃ মুহাম্মদ আমিনুল হক আরও বলেন, আত্মশুদ্ধি অর্জনে অন্যান্য ইবাদতের মত সিয়ামের অনেক ভূমিকা রয়েছে। সঠিকভাবে সিয়াম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টের সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। দাওয়াহ বিভাগের চেয়ারম্যান জনাব আ ফ ম নূরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিসেস রিজিয়া রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

আরও পড়ুন: আত্মহত্যা করা চবি ছাত্রীর বিয়ের খবর জানতেন না পরিবার

তিনি বলেন, আমাদের আত্মশুদ্ধি অর্জনের কোনো বিকল্প নাই। মুসলিম রমণীরা রমাদান মাসে নিজেদেরকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রাখেন। এটা না করে সিয়াম ও কিয়াম চর্চায় মনোযোগী হলে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। সমকালীন সময়ে নীতি নৈতিকতার যে সংকট চলছে তা থেকে উত্তরণের উপায় হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করা। 

সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ডঃ গিয়াস উদ্দিন হাফিজ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ রশিদ জাহিদ,  CGED এর পরিচালক জনাব এইচ এম আতাউর রহমান নাদভী, প্রফেসর ডঃ মোহাম্মদ শাফী উদ্দীন মাদানী এবং প্রফেসর ডঃ শাকের আলম শওক। দাওয়াহ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শাহ জালাল, ডঃ সাউদ বিন মুহাম্মদ, ডক্টর মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক জনাব সাইয়েদ মাহমুদুল হাসান, জানাবা জাকিয়া বিনতে আলম, জনাবা উম্মে সায়মা তাজকিয়া, জানাবা সালমা বিনতে শফিক সেমিনারে অংশগ্রহণ করেন।