লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে দায়িত্ব দিতে ইউজিসির চিঠি
লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক আজিজুল মওলাকে অবিলম্বে কর্মে যোগদানসহ চলমান সব সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ছাড়া উপাচার্যকে সার্বক্ষণিক কর্মক্ষেত্রে (ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকায়) অবস্থান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য আজিজুল মওলা বলেন, বিকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের মধ্যস্থতায় একটি সভা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড আমার কার্যালয় খুলে দিতে রাজি হয়েছে।
এসময় তিনি আরও জানান, তিনি বুধবার সকালে কার্যালয়ে গিয়ে অফিস করবেন এবং যেসব অভিযোগ রয়েছে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করবেন।