০৭ মার্চ ২০২৩, ১৬:৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ড্যাফোডিল ইউনিভার্সিটির

লোগো  © ফাইল ফটো

গতকাল সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় “ভাড়া ক্যাম্পাসে কার্যক্রম, তবুও স্থায়ী সনদ মিলল ড্যাফোডিলের” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শতভাগ একাডেমিক কার্যক্রম ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মাট সিটি’র স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে দুর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনা করে শুধুমাত্র যারা ধানমন্ডি ক্যাম্পাসে লেখাপড়া শেষ করেছে তাদের সার্টিফিকেট ধানমন্ডি থেকে উত্তোলনের ব্যবস্থা রাখা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও টিউশন ফি ডিজিটাল ব্যবস্থাপনায় (ক্যাশলেস পন্থায়)পৃথিবীর যে কোন প্রান্ত থেকে জমা দেওয়ার সুযোগ বিদ্যমান। ধানমন্ডিতে ভর্তি সংক্রান্ত তথ্য প্রদানের জন্য এখানে একটি তথ্যকেন্দ্র রাখা হয়েছে। 

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি ড্যাফোডিল ইউনিভার্সিটি ধানমন্ডির দুটি ক্যাম্পাস প্রদর্শন করে, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিয়ে করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও ডকুমেন্টস প্রতিবেদকের কাছে রয়েছে। ভাড়া ক্যাম্পাসে সেমিস্টার ফি, ভর্তিসহ কোনো ধরনের ফি নেওয়ার অনুমতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেয়নি। এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দের বক্তব্য রয়েছে।  প্রতিবেদনটি  উদ্দেশ্যপ্রণোদিত হয়ে  বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।