০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১

শতভাগ পর্যন্ত ছাড়ে ভর্তি নিচ্ছে এইউবি, থাকছে চাকরির সুযোগও

শতভাগ পর্যন্ত ছাড়ে ভর্তি নিচ্ছে এইউবি, থাকছে চাকরির সুযোগও
শতভাগ পর্যন্ত ছাড়ে ভর্তি নিচ্ছে এইউবি  © সংগৃহীত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) বেসরকারিখাতে ঐতিহ্যবাহী পুরনো একটি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালটি ১৯৯৬ সালে জানুয়ারির ৪ তারিখ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে কার্যক্রম শুরু করে। চলতি বছরের ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টি শতভাগ পর্যন্ত স্কলারশিপে ভর্তি নিচ্ছে। সঙ্গে এসব শিক্ষার্থীদের চাকরিরও সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, এইউবিতে ৫টি অনুষদের অধীনে মোট ১৩টি বিভাগ রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামগুলো হল- বিবিএ, এমবিএ, সিএসই, ইংলিশ, ইকোনোমিক্স, গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স, সোশ্যাল ওয়ার্ক, সোশোলোজি এন্ড এনথ্রোপোলোজি ও ইসলামিক স্টাডিজ।

ভর্তিতে স্কলারশীপের সুযোগ
* এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় GPA-5 (গোল্ডেন) প্রাপ্তদের জন্য ১০০% স্কলারশীপ।
* এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় GPA-5 (জেনারেল) প্রাপ্তদের জন্য ৫০% স্কলারশীপ।
* এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় GPA-4+4=8 (চতুর্থ বিষয় ছাড়া) প্রাপ্তদের জন্য ২৫% স্কলারশীপ।

ভর্তির যোগ্যতা (স্নাতক)
এসএসসি, এইচএসসি ও-লেভেল & এ-লেভেল, দাখিল ও আলিম এর প্রতিটি পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা GPA-2.5 অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম GPA-2.00 থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট GPA 6.00 থাকতে হবে।

ভর্তি যোগ্যতা (স্নাতকোত্তর)
স্নাতক প্রোগ্রামগুলোতে ভর্তির যাবতীয় যোগ্যতার পাশাপাশি স্নাতক বা সমমান পর্যায়ের যে কোন পরীক্ষায় (Honors/Degree Pass/Fazil/MBBS/others Equivalent Degree) নূন্যতম তৃতীয় বিভাগ থাকতে হবে। পূর্বে পাশকৃত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখনই ভর্তি হতে পারে।

আরও পড়ুন: সিসিআই কার্যক্রমের আওতায় স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

শিক্ষার খরচ
* স্বল্প খরচে উচ্চ শিক্ষার সুযোগ
* মেধার ভিত্তিতে মোট টিউশন ফি এর ১০০% পর্যন্ত মওকুফ
* বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের জন‍্য সম্পূর্ন অবৈতনিক / বিনা টিউশন ফিতে অধ্যয়নের সুযোগ
* দরিদ্র শিক্ষার্থীদের জন্য টিউশন ফিস মওকুফ ও ছাত্রবৃত্তির ব্যবস্থা
* প্রতি সেমিস্টারে CGPA 4.00 প্রাপ্তদের জন্য সরাসরি ১০% টিউশন ফিস মওকুফ
* একই সময়ে অধ্যয়নরত ভাইবোন/ স্বামী-স্ত্রীর জন্য ২৫% টিউশন ফিস মওকুফ
* বিশেষ ক্ষেত্রে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ

চাকুরীর বাজার ও নেটওয়ার্ক / সংযোগ
* এইউবি'র কোন গ্র‍্যাজুয়েট বেকার নাই, সবাই কর্মজগতের সাথে জড়িত
* এইউবি এর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা দেশে ও বিদেশে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে অত্যন্ত ভালো অবস্থানে কর্মরত আছেন।
* এ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে ২ লক্ষ প্রাক্তন শিক্ষার্থী তথা এ্যালামনাইয়ের সাথে তাৎক্ষণিক সংযোগ ও সম্পর্ক স্থাপন করা যায়।

বিস্তারিত এইউবির ওয়েবসাইট