সর্বোচ্চ শতভাগ ওয়েভারে ভর্তি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি মেলার উদ্বোধনী করা হয়েছে। আজ বুধবার (০৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। এ ভর্তি কার্যক্রমে সর্বনিম্ন ৩০ শতাংশ এবং সর্বোচ্চ ১০০ শতাংশ ওয়েভার দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। আইএসইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্ট-টাইম এবং যোগ্য শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ করে দিচ্ছে।
উপাচার্য আরও বলেন, ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব, ক্লাব ইত্যাদি নিশ্চিত করেছে। আইএসইউ-এর ক্লাস কার্যক্রম খুবই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ০৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফির সর্বনিম্ন ৩০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা। এছাড়াও থাকছে ইলেক্ট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার।
ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর প্রমুখ।