ইউআইটিএসের ১১ শিক্ষার্থী পেলেন ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইংরেজি বিভাগের এগারো শিক্ষার্থীকে 'ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি' প্রদান করা হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে তাদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
বৃত্তি প্রদান উপলক্ষে 'ইংলিশ উইক ২০২২'- আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড সিরাজ উদ্দীন আহমেদ ও লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের শিক্ষক মো. মিজানুর রহমান বাবু, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, সহকারী প্রক্টর মো. শামিম আহমেদ, জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।