ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নন-টিচিং অফিসারদের নবীনবরণ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনব্যাপী নন-টিচিং অফিসারদের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নওশের আলী গ্যালারিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এইচআর এন্ড লজিস্টিকস্ বিভাগের চিফ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।
এ সময় তিনি সবাইকে জ্ঞান আহরণ করে নিজেকে গড়ে তুলতে বলেন এবং নিজের গুন ও কর্মদক্ষতার ভিতর দিয়ে নিজের পরিচয় তুলে ধরে সকলের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও ট্রেনিং প্রোগামের ডিজাইনার এ জে এম শফিকুল আলম।
আরও পড়ুন: জাবিতে নবনির্মিত ৬ হলের প্রভোস্ট নিয়োগ
এ সময় তিনি ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, জানার আগ্রহকে আরো সমৃদ্ধি করে কাজের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার তাগিদ দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রেনিং প্রাপ্ত ২৩ জন অফিসারকে সার্টিফিকেট প্রদান করা হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টর অফিসার প্রধান, ট্রেইনার, জনসংযোগ কর্মকতা, সদ্য সার্টিফিকেট প্রাপ্ত অফিসারবৃন্দ।