আরপিএসইউতে ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮তম জন্ম বার্ষিকীতে ’শেখ রাসেল দিবস’ উদযাপিত হয়েছে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে (আরপিএসইউ)।
শেখ রাসেল-এর ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে আরপিএসইউ উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এদিন বিশ্ববিদ্যালটির ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে। আর অনুষ্ঠানের সমাপ্তি হয় কেক কাটার মধ্যে দিয়ে।
আরও পড়ুন: ইয়েস প্রোগ্রামে আমেরিকায় পড়ার সুযোগ
এসময় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় শিশু শেখ রাসেলের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।’