ঢাকার সব ব্রাঞ্চে কর্মী নিচ্ছে সুপারশপ আগোরা, আবেদন এসএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটি ঢাকার বিভিন্ন ব্রাঞ্চে ‘সেলসম্যান’ পদে কর্মী নিয়োগে সোমবার (২১ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ২১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড;
পদের নাম: সেলসম্যান;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৮,০০০-১০,০০০ টাকা;
আরও পড়ুন: ৩৫-৪০ হাজার বেতনে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, আবেদন অনলাইনে
অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি ভাতা, সেলস ইনসেনটিভ;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা (বনশ্রী, ধানমন্ডি, ফার্মগেট, গ্রীণ রোড, গুলশান, কাকরাইল, খিলক্ষেত, মিরপুর, মগবাজার, মোহাম্মদপুর, সেগুনবাগিচা, উত্তরা);
আরও পড়ুন: অফিসার নেবে এসিআই লিমিটেড, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের
কর্মক্ষেত্র: আউটলেটে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বিকাশ লিমিটেডে চাকরি, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ মে ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম