২৮ মে ২০২২, ১৯:০২

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল শিগগিরই: ডিজি

আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম ও প্রাথমিকের লোগো  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রলাশ করা হবে। ফল প্রস্তুতের কাজ চলছে।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফল তৈরি হয়ে গেলে বুয়েট কর্তৃপক্ষই সেটি আপলোড করে। আমরা ফলাফল অধিদপ্তরে নিয়ে আসি না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

কবে নাগাদ দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে— এমন প্রশ্নের জবাবে আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম আরও বলেন, দেখুব এটি বলা মুশকিল। কেননা ফল তৈরির বিষয়টি আমাদের হাতে নেই। এটি বুয়েট দেখে। যেদিন ফল তৈরির কাজ শেষ হবে সেদিনই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে ১৩ লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন। গত ২০ মে ২৯ জেলায় দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৬ লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।