বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের ব্যবসা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। করোনা মহামারির প্রকোপে প্রায় দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। দীর্ঘ দিন পর বিদ্যালয়ের ফিরতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণেও পুরাতন উদ্যম ফিরেছে।
দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার সুবাধে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে আসবাবপত্রের ব্যবসা চালাচ্ছেন অলিউল হোসেন নামের এক ব্যক্তি। অলিউল হোসেন পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে ম্যানেজ করে এ ব্যবসা চালাচ্ছেন।
অভিযুক্ত অলিউল জানান তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শামসুদ্দিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর অনুমতিতে বিদ্যালয়টির মাঠে ফার্নিচারের ব্যবসা করছেন।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
আরও পড়ুন : কুয়েটে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পদে বিশাল নিয়োগ
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জানান, স্কুল বন্ধ থাকায় তাকে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মালেক জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত আসবাবপত্রের দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম জানান, বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।