দুই বছর পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে

আজ ক্লাসে ফিরছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা
আজ ক্লাসে ফিরছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা  © প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর সারাদেশের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৫ মার্চ)। সপ্তাহের মঙ্গলবার ও রোববার দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে তাদের।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম জানান, প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান মঙ্গলবার থেকে শুরু হবে। এছাড়া গত দুই মার্চ শুরু হওয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান চলমান থাকবে।

আরও পড়ুন: প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে ১৫ মার্চ

এর আগে গত ২ মার্চ প্রাক-প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের সপ্তাহের রবিবার ও মঙ্গলবার শ্রেণিকক্ষে পাঠদানের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশে জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে সপ্তাহে দুই দিন (রবিবার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালক (সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে বলা হয়েছিল।


সর্বশেষ সংবাদ