প্রাথমিকের প্রধান শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়নের দাবি

স্মারকলিপি জমা দেয়ার মুহূর্ত
স্মারকলিপি জমা দেয়ার মুহূর্ত  © টিডিসি ফটো

ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাইমস্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১০৫ নং পত্রটি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিন টাইমস্কেল পাচ্ছেন না। আমলাতান্ত্রিক জঠিলতার কারণে পত্র জারি হলেও সেটি কার্যকর হচ্ছে না। যার ফলে, প্রধান শিক্ষকদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। টাইমস্কেল প্রধান শিক্ষকদের যুক্তিসংগত দাবি।’

তারা জানান, ২০১৪-২০১৫ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল দেয়ার উদ্যোগ নেয়। সেই আলোকে ২০২১ সালের ৩ জুন দাবিটি কার্যকর করতে ১৮৯ নং স্মারকে পত্র জারি করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও দাবিটি দ্রুত কার্যকর করতে ২০২১ সালের ১০ নভেম্বরে ১১০৫ নং স্মারকে পত্র জারি করে। কিন্তু এখনও পর্যন্ত টাইমস্কেল বাস্তবায়িত হয়নি। সকল প্রক্রিয়া শেষ হলেও কেন টাইমস্কেল বাস্তবায়ন হচ্ছে না বিষয়টি শিক্ষকদের কাছে বোধগম্য নয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব মো. বদরুল আলম মুকুল, নীতিনির্ধারণী কমিটির সভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, মুহাম্মদ মিজানুর রহমান, সঞ্জয় কুমার মিস্ত্রী, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মোশাররফ হোসেন, রওশন আরা পারভীন, শাহনাজ আক্তারসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ