প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৮৫ দিন, মন্ত্রণালয়ের অনুমোদন (তালিকা)
২০২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি অনুমোদন দিয়েছে প্রাধমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ এই অনুমোদন দেন। এর আগে ৮৫ দিন ছুটির প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাবিত এই বর্ষপঞ্জি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা আজ অনুমোদন দেওয়া হলো।
জানা যায়, রমজান মাস, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৩১ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১৫ দিন এবং ঈদে মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ৮ দিন ও শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৫ দিন ছুটি রয়েছে। এছাড়া, অন্যান্য গুরুরত্বপূর্ণ দিবস উপলক্ষে ১৫ দিন ছুটি রয়েছে।