৩০ নভেম্বর ২০২১, ২১:১৫
শিক্ষা অফিস-স্কুলে পিকনিক না করার নির্দেশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান সমূহে পিকনিক আয়োজন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া পিকনিক আয়োজন না করতে নির্দেশ দিয়েছে ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়।
গতকাল সোমবার কার্যালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই এবং স্কুলগুলোকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূইয়া
আদেশে বলা হয়েছে, দেশে বর্তমান পরিস্থিতি কোভিড সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ব্যতীত ঢাকা বিভাগাধীন সকল পিটিআই, বিদ্যালয়, ক্লাস্টার ও অফিসে সব ধরনের পিকনিক বা এ ধরণের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।