প্যানেলের দাবিতে ডিপিইর সামনে মানববন্ধন করবে চাকরিপ্রার্থীরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করবে প্যানেল প্রত্যাশীরা। আগামী মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
‘প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল প্রত্যাশী-২০১৮’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘‘এতদ্বারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী সকলের অবগতিত জন্য জানানো যাচ্ছে যে, প্যানেল বাস্তবায়নের দাবিতে আগামী ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে ২০১৮ সালের প্যানেল প্রত্যাশী সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।’’
জানা গেছে, মামলা জটিলতায় আটকে থাকার দীর্ঘ চার বছর পর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হন। আর ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগ বঞ্চিত হন।
নিয়োগ বঞ্চিতরা প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করেন। এছাড়া মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে কাফনের কাপড় পরে আন্দোলন করেন। দীর্ঘ বিরতির পর আবারও একই দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন কমিটির নেতারা।