৩০ অক্টোবর ২০২১, ২০:২২

প্রাথমিক শিক্ষকদের চরভাতার দাবি বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দুর্গম চরাঞ্চলে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চরভাতার যে দাবি ছিল সেটি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) কুড়িগ্রামের রৌমারি উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রৌমারি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন রৌমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম সহ প্রমুখ।