সহসাই শুরু হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাস

প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম  © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হলেও বন্ধই রয়েছে প্রাক-প্রাথমিকের ক্লাস। সশরীরে পাঠদান শুরুর তিন সপ্তাহ পর প্রাক-প্রাথমিকের ক্লাস শুরুর কথা বলা হলেও সেটি হচ্ছে না। কবে নাগাদ পাঠদান শুরু করা হতে পারে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকের পাঠ পরিকল্পনা অনুযায়ী সশরীরে পাঠদান শুরুর তিন সপ্তাহ পর প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সংক্রমণের খবর আসায় প্রাক-প্রাথমিকের ক্লাস শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ডিপিই।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, প্রাক-প্রাথমিকের শ্রেণি পাঠদান এখনই শুরু করা হচ্ছে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন পাঠদান হবে। এছাড়া অন্যান্য শ্রেণির পাঠদান যেভাবে চলছে সেভাবেই চলবে।

ডিপিই মহাপরিচালক আরও বলেন, পাঠদানের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করছি। এসওপি অনুসারে আপাতত নতুন ক্লাস যুক্ত হবে না। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ