স্কুলের মাঠে সবজি চাষের ব্যতিক্রমী উদ্যোগ
বিদ্যালয়ের গেটের সাথেই শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ। কিন্তু এখন আর চিরচেনারুপে নেই সেই খেলার মাঠ। মাঠের চারপাশে করা হয়েছে নানান জাতের সবজি চাষ। করল্লা, পাট শাক, শিম, লাল শাক, মুলা শাক, ধনিয়া পাতা প্রভৃতি। এমন দৃশ্যই এখন চোখে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোড় সংলগ্ন বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে।
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এরপর সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগে করা হয় সবজি চাষ। ইতোমধ্যে সবজি তোলা শুরুও করেছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য আমি শখের বসে বিদ্যালয়ের আঙিনায় একটা-দুটা করে সবজি চাষ শুরু করি। কিন্তু এটা যে এত ব্যাপকতা লাভ করবে আমি তা আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ বেগম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের থেকে সহযোগিতা চান তাহলে সবধরনের সহযোগিতা করব আমরা।