২৩ আগস্ট ২০২১, ২২:১০

এই স্কুল, সেই স্কুল, চেনার উপায় নেই

বগুড়ার ধুনট কিণ্ডারগার্টেনের বর্তমান ও অতীত  © সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার ধুনট কিন্ডারগার্টেন স্কুলের দুটি ছবি সংবলিত একটি পোস্ট দাগ কেটেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মনে। একটি ছবি করোনা পূর্ববর্তী সময়ের আরেকটি বর্তামানের।

করোনাপূর্ববর্তী সময়ের ছবিতে সারি সারি শিশুদের উপস্থিতিতে মুখর স্কুল প্রাঙ্গণ। আর সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে ঘাস, লতাপাতায় ছেয়ে গেছে স্কুলঘরসহ পুরো আঙিনা। শিশুদের স্কুলটি যেন আজ এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। 

শিশির (শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন) নামক সংগঠনের ফেসবুক গ্রুপে একটি পোস্টে বর্তমান ও অতীতের দুটি ছবি পোস্ট করেছেন লেখক রাখাল রাহা। এতে বহু মানুষ মন্তব্য করেন। অন্তত ২০ জন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।

এদিকে সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর হলি ক্রস কলেজের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এই লেখক। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো তিনি অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত তিনি এই অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। কোভিড-১৯ টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাইছে সরকার।