২৩ আগস্ট পর্যন্ত প্রাথমিকের ক্লাস রুটিন প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ১০:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২১, ১০:৪৮ PM
করোনার বন্ধে সংসদ টেলিভিশনে প্রাথমিকের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হচ্ছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
জানা গেছে, সকাল ৯টা মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৬টি ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ আগস্ট থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।