প্রাথমিকে টাইমস্কেল নিয়ে হয়রানি করলেই সঙ্গে সঙ্গে নেয়া হবে ব্যবস্থা

  © লোগো

সরকারি প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল পাওয়ার সময় হলেই ফাইল আটকে যায়। অসৎ কর্মকর্তারা বাড়তি টাকা আদায় করতে এমনটা করেন বলে অভিযোগ আছে। সম্প্রতি এ অভিযোগ আমলে নিয়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে-ফাইল আটকে রাখলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘টাইমস্কেল সময়মতো না দেওয়ার বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। যদি অভিযোগ পাওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমার শিক্ষক যদি সময়মতো বেতন না পান, টাইমস্কেল না পান- তবে যিনি দেরি করছেন তার কাজটা কী? আমি যদি খবর পাই কেউ ফাইল আটকে রেখেছেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। ওই পদ থেকে তাকে সরিয়ে নেওয়া হবে।’

গত মে’র মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১৫ জুন প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল পাওয়ার ক্ষেত্রে হয়রানি করা যাবে না। সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক, সকল জেলা শিক্ষা অফিসার, সকল উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে অনিয়মের অভিযোগে সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ না রাখার নির্দেশনাও বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রয়োজনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তা নিষ্পত্তি করা হবে।

 


সর্বশেষ সংবাদ