২৬ মে ২০২১, ১৭:১৩

প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান কার্যক্রম স্থগিত

প্রাথমিক শিক্ষার্থী   © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে ইউনিক আইইডি (ইউআইডি) দেয়ার উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তবে তথ্য পূরণের জন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যাওয়াসহ করোনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এন্টারলিগমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্পের পরিচালক প্রেফেসর শামছুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউআইডি প্রদানে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির করা পূর্বক তথ্যছক পূরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জন্ম সনদ জমা সংক্রান্ত নোটিশ জারির কারণে স্বাস্থ্যঝুঁকি সহ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এই অবস্থায় বুধবার  আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু না হওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্যছক পূরণ ও জন্ম সনদ জমাদানের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।