ধান মাড়াই করতে গিয়ে প্রাথমিকের শিক্ষকের মৃত্যু

ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে মৃত্যু হয়
ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে মৃত্যু হয়  © ফাইল ছবি

ধান মাড়াই করতে গিয়ে ফ্যানে জড়িয়ে আবেদ আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইজাড় (জাংলিপাড়া) গ্রামের নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় এ ঘটনা ঘটে। 

নিহত আবেদ আলী পাঁচগাছী ইউনিয়নের আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, আবেদ আলীর পরিবারের লোকজনের সঙ্গে পাওয়ার টিলারে লাগানো ফ্যান দিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের লোকজনক তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, সকালে আবেদ আলী নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে পড়লে তার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ