সব প্রাথমিক বিদ্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার

সব প্রাথমিক বিদ্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার
সব প্রাথমিক বিদ্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার  © ফাইল ছবি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন শহীদ মিনার তৈরি করতে নকশা পাঠানো হয়েছে। আজ রবিবার (৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নকশা ও যাবতীয় শহীদ মিনার তৈরির তথ্য পাঠানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে নির্ধারিত মাপ ও ডিজাইনে দুটি অপশন রেখে বিদ্যালয় প্রাঙ্গণের সুবিধাজনক স্থানে শহীদ মিনার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জায়গা স্বল্পতা বিবেচনায় ছোট বা বড় করার সুযোগ রেখে নির্ধারিত মাপে দুটি শহীদ মিনার করা হয়েছে একই ডিজাইনে। অভিন্ন ডিজাইনে শহীদ মিনারটি তৈরি হবে তিন স্তরবিশিষ্ট।

নির্দেশনায় বলা হয়, বিদ্যালয়ে শহীদ মিনারের জন্য সরকার থেকে কোনও অর্থ বরাদ্দ দেওয়া হয় না। স্থানীয় উদ্যোগেই এটি করতে হবে। বিদ্যালয়ে পাঠানো নকশা অনুযায়ী বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নকশা প্রণয়ন করেছে।


সর্বশেষ সংবাদ