শিক্ষার্থীদের বই পড়ে পরীক্ষা দিলেন প্রাথমিক শিক্ষকরা

কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষা দিচ্ছেন শিক্ষকরা
কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষা দিচ্ছেন শিক্ষকরা  © সংগৃহীত

শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ে পরীক্ষায় অংশ নিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কুমিল্লার দেবিদ্বারে শিক্ষকদের এমন পরীক্ষা নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২৯ মার্চ) উপজেলার  এক হাজার ৩০০ শিক্ষক আটটি ক্লাস্টারে বিভক্ত হয়ে আটটি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।

অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষা অফিস সূত্র জানায়, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এজন্য শিক্ষার মান যাতে বজায় থাকে সে লক্ষ্যে সকল বিষয়ের বই পড়ে শিক্ষকদের পরীক্ষা দেওয়ার আয়োজন করা হয়েছে।

এতে শিক্ষকরা নির্দিষ্ট বিষয়ের বাইরে স্কুলে পাঠ্য অন্যান্য বইও পড়ে তাদেরকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সহকারী শিক্ষা অফিসার মো. হায়াতুন নবী এ প্রসঙ্গে জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকদের পাঠদানের মানোন্নয়নে এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার সকল শিক্ষক এ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ