প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি ফের শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১০:৪৩ AM , আপডেট: ১৫ মার্চ ২০২১, ১০:৪৩ AM
প্রাথমিকের উপবৃত্তি বিতরণে নানা জটিলতায় এখনও অনেক শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিতে পারেনি। এসব শিক্ষার্থীকে সুযোগ দিতে চতুর্থ দফায় আজ সোমবার (১৫ মার্চ) থেকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে। বাদ পড়া এসব আজ সকাল থেকে ডাটা এন্ট্রি করতে পারছে। ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে চুক্তির পর এ ধরনের জটিলতা তৈরি হয়।
জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) ও (অক্টোবর-ডিসেম্বর) কিস্তির ডাটা এন্ট্রির জন্য পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। এরপর দ্বিতীয় কিস্তির ডাটা চালু হবে। এর আগে গত ৪ মার্চ শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির জন্য চতুর্থ দফায় সময় বাড়ানো সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। এ সময়সীমা কোনোভাবেই আর বাড়ানো হবে না।
এ বিষয়ে কোনো সমস্যা বা অস্পষ্টতা থাকলে নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা বা নগদের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি তথ্য দেওয়ার শেষ দিন ছিল। এরপরও যারা বাকি আছে তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক ইউসুফ আলী এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, গত মাসে বিগত বছরের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা বিতরণ করা হয়েছে। যাদের তথ্যে ত্রুটি আছে তাদের টাকা দেওয়া হয়নি। তবে তথ্য আপডেট করলে পরবর্তী কিস্তির টাকা পাবে। সার্ভারে শতভাগ তথ্য আপলোড করা না হলে উপবৃত্তির টাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।