প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা টিকা নেওয়ার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বাস্তবায়নে সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা-থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই আদেশে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকই টিকা নিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে।
আদেশে আরও বলা হয়, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষকদের টিকার জন্য নিবন্ধন ও টিকা নেওয়ার নির্দেশিকা সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।