এবার ৩৪ হাজার শিক্ষক চাইলেন অটোপাস
এবার অটোপাসের দাবি জানিয়েছেন প্রায় ৩৪ হাজার শিক্ষক। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের চূড়ান্ত লিখিত পরীক্ষায় অটোপাস দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ডিপিএড কোর্সের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এই পরীক্ষা স্থতিগ চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন শিক্ষকরা। নোটিশে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষা পেছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
অটোপাসের দাবি করা শিক্ষকরা জানান, দেশে এখনো করোনা পরস্থিতি পুরোপুরি বিলুপ্ত হয়নি। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ডিপিএড কোর্সের পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে বলা হয়েছে। এক্ষেত্রে অটোপাসই সবচেয়ে ভালো সমাধান। তাই আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা হবে। পরীক্ষা পেছানোর সুযোগ নেই।