প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে বসে থাকার নির্দেশ দেওয়া হয়নি: সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৮ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম বলেছেন, ছুটি চলাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসে থাকার নির্দেশনা দেওয়া হয়নি। বিদ্যালয় খোলার উপযোগী করা ও অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার বিষয়টি নিশ্চিত করবেন প্রধান শিক্ষক।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতারা পরীক্ষা পেছানোসহ কয়েকটি দাবি জানাতে গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব তাদেরকে এ কথা জানান। বৈঠকে সহকারী শিক্ষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
এসময় কিছু কিছু জেলা ও উপজেলায় শিক্ষকদের বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থানের মৌখিক নির্দেশনার বিষয়ে অভিযোগ করেন। এমন কোনও নির্দেশনা আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিপত্র জারি হয়েছে। কাউকে ৯টা থেকে ৪টা থাকার লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি।
তবে বিদ্যালয় খোলার উপযোগী, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষটি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পাঠ্যবই পড়ার বিষয়ে প্রধান শিক্ষকরা অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।