করোনা প্রতিরোধে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ: প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পৃথিবীর ১২০টির অধিক রাষ্ট্র এখনো ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
আজ রবিবার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ রোগের টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেয়া হয়েছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতা ও সুদূর প্রসারী চিন্তা করোনাকালীন আমাদেরকে নানাভাবে সাহস যুগিয়েছেন এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টাই আজ বাংলাদেশ করোনা প্রতিরোধে সফলতা পেয়েছে।করোনাকালে তিনি যেভাবে প্রণোদনা দিয়ে বাংলার গরিব-দু:খী মানুষদের পাশে দাড়িয়েছেন তা একটি দৃষ্টান্ত। টিকা দিয়ে করোনার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন।
করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন যাতে সাধারণ মানুষ নিতে না পারে এ জন্য বিরোধী দলের নেতাবৃন্দ অপপ্রচার ও মিথ্যা বিবৃতি ছড়াচ্ছে। এসব মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ভয়ে টিকা গ্রহন করুন,এ ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রৌমারী উপজেলায় প্রথম ধাপে ৫৭০টি ভায়ালের মাধ্যমে মোট ৫ হাজার ৭০০জনকে পর্যায়ক্রমে ভ্যাকসিনেসনের আওতায় নিয়ে আসা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে টিকা গ্রহন করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, ডেন্টাল সার্জন ডা. দেলোয়ার হোসেন ভুঁইয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা।