উপবৃত্তি পেতে জন্মনিবন্ধন সনদ লাগবে

প্রাথমিক শিক্ষার্থীরা ক্লাস করছেন
প্রাথমিক শিক্ষার্থীরা ক্লাস করছেন  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য দেয়ার সময় জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। জন্মনিবন্ধন সনদ ছাড়া উপবৃত্তির তথ্য সম্পন্ন হবে না। এটি বাধ্যতামূলক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী বলেন, উপবৃত্তির তথ্য আপগ্রেডেশন করতে মাঠ পর্যায় থেকে কিছু সমস্যার কথা আমাদের জানানো হয়েছে। আমরা জন্মনিবন্ধন রেজিস্টার জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছি। আশা করছি সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় নিবন্ধন কার্যক্রমে সমস্যা হবে, সেখানকার উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন। উপজেলা পর্যায়ে সমাধান না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি-এর সঙ্গে যোগাযোগ করার কথাও জানান তিনি।


সর্বশেষ সংবাদ