প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে ভর্তি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

  © সংগৃহীত

অভিভাবকরা একেবারে বাধ্য না হলে সন্তানদের পড়াতে চাননা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে তাদের ভাষ্য, অর্থের অভাবে বিকল্প নেই বলে বাধ্য হয়েই সন্তানদের সরকারি বিদ্যালয়ে পাঠানো হয়।

উচ্চবিত্ত কিংবা সরকারি বড় বড় কর্মকর্তাদের সন্তানদের বেলাও তার ব্যতিক্রম ঘটেনা। সাধারণত ইংরেজি মাধ্যম কিংবা কিন্ডারগার্টেন দিয়ে তাদের সন্তানদের স্কুল জীবন শুরু হয়।

তবে এক্ষেত্রে ব্যতিক্রম শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম। তিনি তার মেয়ে মাশফিয়া মাহফুজ প্রমাকে উপজেলার গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইউএনওসহ ওই বিদ্যালয়ে গিয়ে তার মেয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। পরে এ সংক্রান্ত কিছু ছবি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে সর্ব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইউএনও মাসুম।

ইউনুস মিয়া নামে একজন ফেসবুকে লিখেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। এতে আরও অনেকের সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনুপ্রাণিত হবেন।


সর্বশেষ সংবাদ