রাঙ্গামাটিতে নতুন বই বিতরণে নেই স্বাস্থ্যবিধির বালাই

  © টিডিসি ফটো

করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে এবার স্কুলে স্কুলে অনুষ্ঠিত হয়নি বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণের পুরো প্রক্রিয়াটি স্বাস্থ্যবিধি মেনে করার সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হয়নি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বই বিতরণ কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, বই বিতরণ উৎসব চলাকালে নতুন বই সংগ্রহ করতে আসা অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে ছিলো না মাস্কের ব্যবহার, স্বাস্থ্যবিধি মানার বিষয়েও রয়েছে অনীহা। দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার মানার ব্যাপারে গা-ছাড়া ভাব বেশিরভাগ শিক্ষার্থী ও অবিভাবকদের।

কোভিড-১৯ সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই সেবা দিয়ে যাচ্ছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ ব্যাপারে বাংগালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনেই কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই নতুন বিতরণ ও পুরাতন বই গ্রহণ করছি। কিন্তু এরপরও অনেক শিক্ষার্থী ও অভিভাবক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নারাজ। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষার কথা সকলে চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩৮৪ জন অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে নতুন বই বিতরণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা বিস্তার ঠেকাতে গত বছর মার্চ থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সরকার এবার সরাসরি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব বন্ধ রেখেছে। নতুন বই গ্রহণ করতে আসা প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হলে এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সর্বশেষ সংবাদ