২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭

শিক্ষার্থীদের বাড়িতে শীতবস্ত্র নিয়ে হাজির শিক্ষকেরা

  © সংগৃহীত

আসন্ন তীব্র শীতের ভাবনা থেকে গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একটি কর্মসূচি হাতে নিয়েছেন। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নিজস্ব অর্থায়নে স্থানীয় অসহায় গরীব শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার গাজীপুরের শ্রীপুরের বেশ কয়েকটি গ্রামে শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে থাকা বয়স্কদেরও শীতবস্ত্র দেয়া হয়।

শিক্ষার্থীদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন সমিতির সহ সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম পারভেজ, সদস্য আবুল কালাম ফকির, অর্থবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ জানান, শীতের আগেই আমরা শিক্ষকরা সমিতির পক্ষ থেকে এমন একটি মানবিক কাজ করতে সিদ্ধান্ত করি। এদিন অর্ধশত অসহায় গরীব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। বিভিন্ন স্কুলে শিক্ষকদের তথ্যের বিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র দেয়া হয়েছে।