দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা!

দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেয়ার অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
দেশি মুরগি, সবজি, ডিমও উপহার নেয়ার অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  © ফাইল ফটো

প্রাথমিকের একজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দেশি মুরগি, শাক-সবজি, ডিম থেকে শুরু করে নানা ধরনের নিত্যপণ্য ‘উপহার’ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ পেয়েছেন ঢাকার বিভাগীয় উপপরিচালক। এ ঘটনায় সংশ্লিষ্ট ওই শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সতর্ক করে তাকে চিঠি দেওয়া হয়েছে।

গত ৩ ডিসেম্বর প্রাথমিকের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলি রানী সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি শিক্ষকদের কাছ থেকে জোর করে শাক-সবজি, তরি-তরকারি, লাউ, দেশি মুরগী, আম-কাঁঠাল, ডিম, দুধ, মাংস, বাসা থেকে রান্না করা খাবার গিফট (উপহার) নেন বলে অভিযোগে জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, পরিদর্শনে গেলে তিনি সিএনজি ভাড়া ও রিজার্ভ করে নেওয়া, আড়ং ভাউচার গিফট, প্রেসার কুকার, আয়রন মেশিন, রাইস কুকার, টেবিল ফ্যান ইত্যাদি গিফট নেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় তাকে প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে তাকে।


সর্বশেষ সংবাদ