০৪ নভেম্বর ২০২০, ১৪:৫৬

দেশসেরা প্রাথমিকের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন

প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুন  © সংগৃহীত

দেশে প্রাথমিকে সেরা  প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুন। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ উপলক্ষে তাকে দেশের সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার (৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন ফাতেমা খাতুন। তিনি ১৯৯০ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার বাগধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ৩১ বছরের চাকরি জীবনে তিনি বেশ কিছু বিদ্যালয়ে সততার সঙ্গে চাকরি করেছেন।

এছাড়া জেলায় প্রথম তিনি তার বিদ্যালয়ে স্থানীয় উদ্যোগে ২০১৮ সালে বায়োমেট্রিক হাজিরা ও ৬টি সিসি ক্যামেরা স্থাপন করেন। এবং জেলা প্রশাসন থেকে পরপর ৪ বার জেলার সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হন।