প্রাথমিক শিক্ষকদের পেনশন-পদোন্নতিতে নানান জটিলতা হচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৯ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্নকরণের আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক (সাধা: প্রশা:) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক স্মারকে প্রাথমিক শিক্ষার বিভাগীয় সকল উপ-পরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়।
স্মারকে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সময়মতো সম্পন্ন হচ্ছে না। ফলে চাকরিতে পেনশন ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন ধরণের জটিলতা সৃষ্টি হচ্ছে।
“এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর ২০২০-এ অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করে ই-মেইল adgeneraldpe@gmail.com এ অধিদপ্তরকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল বিভাগীয় উপ-পরিচালককে অনুরোধ করা হয়েছে।”